লক্ষ্মীপুরে দুর্যোগে নিহত জেলে পরিবারের মধ্যে চেক বিতরণ
লক্ষ্মীপুরে প্রাকৃতিক দুর্যোগে নিহত জেলে পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে এই অনুষ্ঠানে নিহত ১৭ জেলের পরিবারকে ৫০ হাজার টাকা করে সাড়ে আট লাখ টাকা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ উল্লাহ,জেলে নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের পরিচালক মো. কামরুল হাসান,জেলা মৎস্য কর্মকর্তা মহিব উল্লাহ,সিনিয়র সহকারী পরিচালক সুনীল চন্দ্র ঘোষ ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার জামান।
অনুদান প্রাপ্তদের মধ্যে ১৬টি পরিবার সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়ন ও একটি পরিবার ভবানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।