পুকুরে ভেসে উঠল শত শত মরা মাছ
কুমিল্লার চান্দিনা উপজেলায় একটি মাছের খামারে বিষ প্রয়োগ করে বিপুলসংখ্যক মাছ মেরে ফেলা হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার সকালে পুকুরটিতে শত শত মাছ মরে ভেসে উঠতে দেখা যায়।
গতকাল রোববার রাতের কোনো একসময় বাড়েরা ইউনিয়নের নরসিংপুর গ্রামে একটি খামারে এই বিষ প্রয়োগের ঘটনা ঘটে।
খামারের মালিক আলী আশরাফ জানান, ভোর ৫টার দিকে এক প্রতিবেশীর কাছে তাঁর পুকুরের মাছ মরে ভেসে ওঠার খবর পান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন তাঁর দুই একর পরিমাণ পুকুরের তেলাপিয়া, পাঙ্গাস, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ লাফালাফি করতে করতে মরে যাচ্ছে। এতে তাঁর প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে কিছুই জানেন না বলে জানান আলী আশরাফ।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন মৃধা জানান, এ ঘটনায় আলী আশরাফ একটি সাধারণ ডায়েরি করেছেন।

কাজী রাশেদ, চান্দিনা