নীলফামারীতে বিএনপির ২ কর্মী গ্রেপ্তার
নীলফামারীর ডোমার উপজেলায় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোররাতে জেলার ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ধরনীগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হুমায়ুন কবীর ও সেলিম মিয়া।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, ডোমারের হরিণচড়া ইউনিয়নে ২০১৩ সালে পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়া সংক্রান্ত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার হওয়া দুজন। আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।