ডোমারে ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত
নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকের চাপায় অষ্টম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে একজন। আজ শুক্রবার দুপুর ১টার দিকে ডোমার উপজেলার পাগলা বাজার আমতলীতে ডোমার-দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শিরু আহম্মেদ (১৪)। সে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খোচাবাড়ী গ্রামের সামছুল হক মাস্টারের ছেলে। সে কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত। দুর্ঘটনায় আহত রাকিবকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত রাকিব জানায়, তারা মোটরসাইকেলে করে কালীগঞ্জ থেকে নানার বাড়ি ডোমার কলেজপাড়ায় যাচ্ছিল। পথে ডোমার থেকে দেবীগঞ্জগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলসহ তারা রাস্তায় পড়ে যায়। এ সময় আরেকটি ট্রাক শিরুর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিরুর মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, দুটি ট্রাক পালিয়েছে।