প্রতারক কথিত স্বামী-স্ত্রীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করে উধাও হওয়া কথিত স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করে টাকা ফেরত দেওয়ার দাবিতে কুমিল্লার চান্দিনায় মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে চান্দিনা উপজেলা কুটুম্বপুরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, কুটুম্বপুর এলাকার জাকির হোসেন ওরফে রাজু আহাম্মেদ ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কিসমত রামপুর গ্রামের তানজিলা রুম্মানসহ বেশ কয়েকজন ঢাকার পুরানা পল্টনের ৪৬/এ নম্বর ভবনে আহাম্মদ এক্সপোর্ট করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। এই প্রতিষ্ঠানটি রোমানিয়ায় মানুষ পাঠানোর নামে অন্তত ২০০ জনের কাছ থেকে দুই লাখ থেকে তিন লাখ টাকা করে হাতিয়ে নেয়। এরপর সবাইকে ১৮ এপ্রিল ফ্লাইটের তারিখ দিয়ে এর আগেই অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

জাকির হোসেন ওরফে রাজু আহম্মেদ ও তানজিলা রুম্মান নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিতেন বলেও জানান মানববন্ধনে অংশ নেওয়া ক্ষতিগ্রস্তরা। তাঁরা জানান, জাকির হোসেন কুমিল্লার চান্দিনার কুটুম্বপুরের বাসিন্দা হলেও তাঁর পল্টন অফিসে ভুয়া নাম-ঠিকানায় লিখেছেন রাজু আহাম্মেদ। ঠিকানা লিখেছেন কুমিল্লার লাকসামের পদুয়ার কথা। এমনকি বাবার নামও ভুল লিখেছেন।
এদিকে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ক্ষতিগ্রস্ত ২০০ জনের পক্ষে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের মো. মামুন বাদী হয়ে গত ২০ এপ্রিল কথিত স্বামী স্ত্রীর নামে প্রতারণার মামলা করেন। এই মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

কাজী রাশেদ, চান্দিনা