এতিম শিশু চাইল ইফতারি, পেল পিটুনি
লক্ষ্মীপুরে ছোট বোনের জন্য ইফতার চাওয়ায় জাহিদ হাসান শুভ (৮) নামের এক এতিম শিশুকে মারধর করার অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সদস্য ও শিক্ষক শাহাবউদ্দিনের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার মোটকা মসজিদে এ ঘটনা ঘটে।
মারধরের পর আহত শিশুকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাহিদ হাসানের বাবা পৌরসভার দক্ষিণ মজুরপুরের আব্বাস আলী অনেক আগেই মারা গেছেন। জাহিদ স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে। এ ঘটনার পর ওই শিক্ষকের বিচার দাবি করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল মসজিদ কমিটির উদ্যোগে ইফতারির আয়োজন করা হয়। নির্ধারিত সময়ে ইফতার শুরু হওয়ার পর বিতরণের সময় জাহিদকে ইফতার দিলেও তার বোন বর্ষাকে দেওয়া হয়নি। এ সময় সে বোনের জন্য ইফতার চাইলে শিক্ষক শাহাবউদ্দিন তার ওপর চরম ক্ষুব্ধ হন। একপর্যায়ে জাহিদকে এলোপাতাড়ি মারধর করে তাকে বের করে দেওয়া হয়। পরে স্থানীয়রা জাহিদকে সদর হাসপাতালে ভর্তি করে।
আহত জাহিদের চাচা বলেন, ‘আমার আট বছরের ভাতিজা তার বোনের জন্য ইফতারি চেয়েছিল। এ কারণে তাকে মাস্টার মারছে।’
শিশুকে মারধরের ঘটনার পরপর শাহাবউদ্দিন আত্মগোপন করে আছেন। তাঁর ব্যক্তিগত মুঠোফোনও বন্ধ। এ কারণে মারধরের ব্যাপারে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আনোয়ার হোসেন জানান, শিশুটির মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ইফতার চাইকে গিয়ে শিশুকে মারধরের ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।