বান্দরবানে হরতাল পালিত, আটক বাঙালি নেতা
রাঙামাটিতে যুবলীগ নেতাসহ দুই বাঙালিকে হত্যার প্রতিবাদে বান্দরবানে পার্বত্য বাঙালি নাগরিক পরিষদের ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
হরতালের আগেই গতকাল শনিবার রাতে পার্বত্য নাগরিক পরিষদের নেতা নূরুল আমীনকে (৩৪) আটক করেছে পুলিশ।
আজ রোববার ভোর থেকেই হরতালের সমর্থনে বান্দরবানে পার্বত্য নাগরিক পরিষদসহ বাঙালি সংগঠনের নেতাকর্মীরা বান্দরবান-চট্টগ্রাম সড়কসহ অভ্যন্তরীণ সড়কগুলোতে অবস্থান নেন।
হরতালের কারণে বান্দরবান-ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ অভ্যন্তরীণ সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন।
তবে হরতাল চললেও শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানসহ অফিস-আদালত খোলা রয়েছে।
হরতালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, হরতালে বান্দরবানের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সড়কগুলোতে পুলিশসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।