পাহাড় ধসে বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
বান্দরবানে অবিরাম বর্ষণে আজ সোমবার পাহাড় ধসে বান্দরবান-রুমা উপজেলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানায়, বান্দরবানে গত রোববার থেকে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বর্ষণে বান্দরবানের রুমা উপজেলা সড়কের দলিয়ানপাড়া এলাকায় দুটি স্থানে বিশাল পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসে সড়কে মাটি জমে যাওয়ায় বান্দরবানের সঙ্গে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কের দুই পাশে আটকা পড়েছে বহু যানবাহন। এ ছাড়া বান্দরবান-থানচি, রোয়াংছড়িসহ অভ্যন্তরীণ সড়কগুলোর বিভিন্ন স্থানেও পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
অপরদিকে অবিরাম বর্ষণে বান্দরবান জেলা শহরের ইসলামপুর, শেরে বাংলানগর, মেম্বারপাড়াসহ আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকার লোকজন নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছে।
রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান অংথোয়াই চিং বলেন, অবিরাম বৃষ্টিতে রুমা উপজেলা সড়কের দলিয়ানপাড়া এলাকায় কয়েকটি স্থানে সড়কের ওপর পাহাড় ধসে পড়েছে। পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
পরিবহন শ্রমিক আবদুর রশীদ বলেন, পাহাড় ধসের কারণে রুমা উপজেলার সঙ্গে বান্দরবানের সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। লোকজন জীবনের ঝুঁকি নিয়ে ধসে পড়া পাহাড়ের কাদা মাটি পেরিয়ে হেঁটে এপার ওপারে চলাচল করছে।
এদিকে অব্যাহত ভারি বর্ষণে বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পাহাড় ধসের ঝুঁকিতে এবং নদী তীরবর্তী ঝুকিপূর্ণ বসবাসকারী লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, টানা বর্ষণের কারণে বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের পাদদেশে এবং নদী তীরবর্তী এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। পাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্গত এলাকার মানুষদের অবস্থান নিতে বলা হয়েছে।