নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
রাজধানীর মিরপুরে রূপনগর আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মনির হোসেন (১৭)। তাঁর বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার রাজিবপুর গ্রামে।
নিহত মনিরের চাচা ইমদাদুল হক জানান, তাঁরা মিরপুর ৭-এর রূপনগর আবাসিক এলাকার নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত হঠাৎ ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন মনির। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানিয়েছেন।