নরসিংদীতে মরিয়ম ট্রেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড
নরসিংদী সদরে একটি ট্রেক্সটাইলে মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার শেখেরচরের মেহেরপাড়া এলাকায় মরিয়ম ট্রেক্সটাইল মিলে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। তারা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কারখানাটির তৈরি কাপড়সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি জানিয়েছেন, বেলা ২টার দিকে মরিয়ম ট্রেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনে কারখানার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও মাধবদী ফায়ার সার্ভিসের দুটিসহ মোট পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কারখানার তৈরি কাপড়, মেশিনারিজসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।