ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুল্যান্সে অগ্নিকাণ্ড
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি রোগীবাহী অ্যাম্বুল্যান্সের যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় অ্যাম্বুল্যান্সে থাকা রোগীসহ সাতজন দ্রুত নামতে সমর্থ হওয়ায় প্রাণে বেঁচেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে এক্সপ্রেসওয়ের সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকার ধলেশ্বরী সেতুর ওপর এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, অ্যাম্বুল্যান্সটি রোগী ও রোগীর স্বজনসহ সাতজন নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঝিনাইদহ যাচ্ছিল। পথিমধ্যে কুচিয়ামোড়া এলাকার ধলেশ্বরী সেতুর ওপর পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে ধোঁয়া ছড়াতে থাকে। এ সময় অ্যাম্বুল্যান্স থামিয়ে রোগীসহ যাত্রীরা দ্রুত অ্যাম্বুল্যান্স থেকে নেমে আসে। এতে সাতজন প্রাণে বেঁচে যায়। যাত্রীরা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাম্বুল্যান্সে দাউ দাউ করে আগুন ধরে যায়।
বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর আরিফ আনোয়ার জানান, সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে অ্যাম্বুল্যান্সটি ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীরা অক্ষত রয়েছেন।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ