বান্দরবানে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/06/15/photo-1497525583.jpg)
বান্দরবানে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর পৌরসভার নয়টি ওয়ার্ডের দুর্গতদের মধ্যে ত্রাণ দেন।
প্রশাসন জানায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২০ কেজি চাল, পাহাড়ধসে নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা ও আহতদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে। হতাহতদের প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। সদর উপজেলায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত হয় প্রায় চার হাজার ব্যক্তি।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, বান্দরবানে এক বছরের বৃষ্টি গত দুদিনেই হয়েছে। অতিবৃষ্টিতে বান্দরবানে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। পাহাড়ধসে মারা গেছে ছয়জন। বহু ঘরবাড়ি, প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ মোকাবিলা করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করতে হবে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।