পিরোজপুরে মাদক মামলায় যুবকের কারাদণ্ড
পিরোজপুরের সদর উপজেলার এক মাদক ব্যবসায়ীকে সাত বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া ওই ব্যক্তি হলেন মো. আরিফ ফরাজী।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১১ জানুয়ারি দুপুরে র্যাব ৮-এর সদস্যরা পিরোজপুর পৌরসভার বড় খলিশাখালী এলাকায় অভিযান চালিয়ে ২০০ ইয়াবাসহ আরিফকে আটক করেন। পরে র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) লিয়াকত আলী বাদী হয়ে আরিফের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
ওই বছরের ১০ ফেব্রুয়ারি পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মৃণাল চন্দ্র শিকদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আজ সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।
সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহিরুল ইসলাম রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন। আর আসামিপক্ষের কৌঁসুলি ছিলেন আহসানুল কবির বাদল।