বান্দরবানে ঝুঁকিতে থাকা মানুষদের সরে যাওয়ার নির্দেশ
বান্দরবানে পাহাড়ধসের জন্য ঝুঁকিপূর্ণ বসতির তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। এ ছাড়া ঝুঁকিতে থাকা বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
আজ শনিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলীনূর খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জেলা শহরের কালাঘাটাসহ আশপাশের এলাকাগুলোতে অভিযান চালায়। অভিযানের সময় পাহাড়ধসের ঝুঁকিতে বসবাসকারীদের ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া ঝুঁকিপূর্ণ বসতির তালিকা তৈরির কাজ শুরু করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে পৌরসভার নয়টি ওয়ার্ডেই এ অভিযান পরিচালনা করা হবে। অপরদিকে পাহাড়ের ঢালুতে নতুন কয়েকটি বসতি স্থাপনের কাজও বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় অন্যদের মধ্যে বান্দরবান পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর অজিত দাশসহ প্রশাসন, পৌরসভা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলীনূর খান বলেন, ‘পাহাড়ধসের ঝুঁকিতে বসবাসকারীদের সরে যেতে প্রাথমিকভাবে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ বসতির তালিকা তৈরির কাজ করা হচ্ছে। নির্দেশ দেওয়ার পরও যারা ঝুঁকিপূর্ণ বসতি ছাড়বেন না, তাঁদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে। দুর্যোগ মন্ত্রণালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেন, ‘ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের স্থায়ীভাবে পুনর্বাসনের চিন্তাভাবনা রয়েছে সরকারের। তবে প্রাথমিকভাবে তাদের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হবে।’