অনন্ত হত্যা মামলার অভিযোগ গঠন ফের পেছাল
লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ ফের পেছাল। আজ মঙ্গলবার অভিযোগ গঠনের কথা থাকলেও তা হয়নি।
সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত অভিযোগ গঠনের নতুন তারিখ নির্ধারণ করেছেন আগামী ১৬ জুলাই।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফুর আলী জানান, মামলার আসামিদের মধ্যে দুজন আদালতে উপস্থিত না থাকায় অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে দেওয়া হয়। নতুন তারিখ আগামী ১৬ জুলাই।
এর আগে গত ২৩ মে অনন্ত হত্যা মামলার অভিযোগ গঠন করার কথা থাকলেও তা হয়নি। ওইদিন সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে ছয়জনকে অভিযুক্ত করে দেওয়া অভিযোগপত্রের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির পর বিচারক ২০ জুন অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেছিলেন।
মামলার এজাহারভুক্ত ছয় আসামির মধ্যে তিনজন এখনো পলাতক।
গত ৯ মে ছয়জনকে অভিযুক্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দাখিল করা সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।
২০১৫ সালের ১২ মে সিলেট নগরীর সুবিদবাজারে নিজ বাসার সামনে অনন্ত বিজয় দাশসে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় ভাই রত্মেশ্বর দাশ বাদী হয়ে সিলেট নগরীর বিমানবন্দর থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন। প্রথমে পুলিশ মামলাটির তদন্ত করলেও পরে সিআইডিতে হস্তান্তর করা হয়।