প্রয়োজনে পাকিস্তান দূতাবাসে তালা : সমাজকল্যাণমন্ত্রী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/12/photo-1423757196.jpg)
চলমান নৈরাজ্যের পেছনে পাকিস্তানি দূতাবাসের ইন্ধন রয়েছে অভিযোগ করে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী বলেছেন, এটি বন্ধ না করলে দূতাবাসে তালা ঝুলিয়ে দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের নৈরাজ্যের বিরুদ্ধে’ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় মন্ত্রী এ কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘ধরা খেয়েছে আসল চোরারা। পাকিস্তানি অ্যাম্বেসির কতিপয় কর্মকর্তা যারা বাংলাদেশে এই জ্বালাও-পোড়াও করতে চেয়েছিল, তারা এখন পালিয়ে গেছে। আমি আবারও সতর্ক করে দিতে চাই, রাষ্ট্রদূতগিরি করতে এসে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন না। তাহলে আপনাকে রেহাই করা হবে না। প্রয়োজনে আপনার দূতাবাসে তালা ঝুলিয়ে দেওয়া হবে।’
সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত রাজনীতির নামে নাশকতা চালিয়ে যাচ্ছে। মানুষকে পুড়িয়ে মারছে। ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারছে না। কৃষক, শ্রমিক, পরিবহনশ্রমিক সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। নাশকতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খুনের দায় নিতে হবে বলেও মন্তব্য করেন সমাজকল্যাণমন্ত্রী।
‘রাতের আঁধারে’ যারা টেলিভিশনের টকশোতে বসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৫৩ জন এমপির বিরুদ্ধে কথা বলেন, তাঁদের সতর্ক করে সৈয়দ মহসীন আলী বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা অস্ত্র দেখিয়ে জয়লাভ করেনি। তারা জনগণের সমর্থনেই এসেছেন এবং এখনো জনগণ এমপিদের সাথে আছে।
বিএনপি-জামায়াত নেতাদের উদ্দেশে মন্ত্রী আরো বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের হত্যা করেছে তাদের রেহাই নেই।
জনসভাস্থলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাইদীর কুশপুতুলে আগুন দিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ফিরোজের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মসুদ আহমদের পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সৈয়দ বজলুল করিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউর রহমান চৌধুরী, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর দে, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আছকির খান, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া আওয়ামী লীগের সভাপতি সৈয়দ কামাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সম্পাদক এমদাদুল হক মিন্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জহুরা আলাউদ্দিন প্রমুখ।