লাকসামে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
কুমিল্লার লাকসাম উপজেলায় ক্যাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন মারা গেছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা-চাঁদপুর সড়কের ফলুয়া ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ক্যাভার্ডভ্যান ও অটোরিকশার চালক এবং একজন যাত্রী রয়েছেন। তবে তাঁদের নাম জানা যায়নি। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম বলেন, আজ বিকেল সাড়ে ৪টার দিকে লাকসামের ফলুয়া ব্রিজের সামনে কুমিল্লা থেকে চাঁদপুরগামী এসএ পরিবহনের ক্যাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই চালকসহ অটোরিকশার একজন যাত্রী নিহত হন। এ সময় আরো কয়েকজন আহত হয়েছেন।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, আহতরা সবাই অটোরিকশার যাত্রী। তাঁদের উদ্ধার করে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা