লক্ষ্মীপুরে হাতুড়িপেটায় আহত ছাত্রলীগনেতার মৃত্যু
হাতুড়িপেটায় আহত লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (২৮) মারা গেছেন।
আজ রোববার সকাল ৯টার দিকে নোয়াখালীর এশিয়া হাসপাতালে নজরুল মারা যান।
গত বুধবার নজরুল ও তাঁর ভাই শেখ ফরিদকে হাতুড়িপেটা ও কুপিয়ে গুরুতর আহত করে একদল দুর্বৃত্ত।
নজরুলের মৃত্যুর খবর পৌঁছালে জেলা ছাত্রলীগের উদ্যোগে তাৎক্ষণিকভাবে শহরে বিক্ষোভ মিছিল করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস। পরে নেতৃবৃন্দ এ ঘটনায় খোকন ডাকাত ও তাঁর অনুসারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
রামগতি উপজেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন বাবর অভিযোগ করেন, রামগতির দুর্গম চর আবদুল্লায় ডাকাত খোকন ও তাঁর অনুসারীরা দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব করছে। ঘটনার দিন খোকন ডাকাত ছাত্রলীগ নেতা নজরুল ও তাঁর ভাই শেখ ফরিদকে খবর দিয়ে নেন।
কিছু বুঝে ওঠার আগেই খোকন ও তাঁর লোকজন দুইভাইকে হাতুড়িপেটা ও কোপাতে থাকে। পরে তাদেরকে মৃত ভেবে নদীতে ফেলে দেয়।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি ঘটলে নোয়াখালীতে নিয়ে যায়। সেখানেই আহত নজরুলের মৃত্যু হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, আহত এক ব্যক্তির নোয়াখালীতে মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।