লক্ষ্মীপুর কারাগারে যুবদল নেতার মৃত্যু
লক্ষ্মীপুর কারাগারে হাজতি হিসেবে আটক থাকা এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। নিহত নেতার নাম মো. ফেরদৌস (২৬)। তিনি কমলনগরের হাজিরহাট ইউনিয়ন যুবদলের সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার মো. শরিফুল ইসলাম জানান, গতকাল শুক্রবার রাতে কারাগারে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হলে দ্রুত ফেরদৌসকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ৩টার দিকে মারা যান তিনি।
ফেরদৌস কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের হোসেন আহাম্মদের ছেলে।
কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের দিন ভোটকেন্দ্র ভাঙচুরের অভিযোগে ফেরদৌসের বিরুদ্ধে কমলনগর থানায় মামলা হয়। বিচারাধীন সেই মামলায় তিনি কারাগারে ছিলেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ফেরদৌস একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। গত ১৭ জুন তাঁকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠায়।