ফরহাদ মজহারের সন্ধানে প্রধানমন্ত্রীর সাহায্য চায় পরিবার
‘অপহৃত’ কবি ও কলামিস্ট ফরহাদ মজহারকে খুঁজে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চেয়েছে তাঁর পরিবার।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় রাজধানী শ্যামলী রিং রোডে ফরহাদ মজহারের বাসায় সাংবাদিকদের এই কথা জানিয়েছেন তাঁর বন্ধু মোস্তাইন জহির। তিনি বলেন, ফরহাদ মজহারকে যে বা যারাই অপহরণ করে নিয়ে যাক না কেন, তাঁকে দ্রুত উদ্ধার করার জন্য বাংলাদেশের প্রশাসন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তাঁর পরিবার।
এ সময় ফরহাদ মজহারের আরেক বন্ধু গৌতম দাস বলেন, ভোর ৫টার দিকে শ্যামলীর রিং রোডের এক নম্বর বাসার সামনে থেকে কে বা কারা তাঁকে অপহরণ করে নিয়ে গেছে। তাঁকে নিয়ে যাওয়ার আধ ঘণ্টা পর ফরহাদ মজহারের মোবাইল ফোন থেকে তাঁর স্ত্রীর কাছে টেলিফোন আসে। ফোনে ফরহাদ মজহার বলেন, ‘আমাকে ধরে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’ এ কথা বলেই তিনি ফোনটি কেটে দেন।
এরপর বিষয়টি আদাবর থানার পুলিশকে জানানো হয় বলে জানান গৌতম। তিনি বলেন, পুলিশ প্রশাসন ফরহাদ মজহারকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফরহাদ মজহার কেন এত ভোরে বাসা থেকে বের হয়েছিলেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গৌতম দাস জানান, ফরহাদ মজহার রাত ৩ থেকে ৪টার দিকে ঘুম থেকে ওঠেন। এরপর তিনি বিভিন্ন পড়াশোনা ও লেখালেখির কাজ করেন। কিন্তু কেন তিনি আজ এত সকালে বাসা থেকে বের হয়েছিলেন সে সম্পর্কে কিছু জানাতে পারেননি গৌতম দাস।
ফরহাদ মজহারকে বাসা থেকে বের হতে কেউ দেখেছে কি না জানতে চাইলে মোস্তাইন জহির জানান, তাঁকে বাসা থেকে বের হতে বাড়ির দু-একজন নিরাপত্তারক্ষী দেখেছেন। তবে তাঁকে কেউ নিয়ে গেছে কি না সেটি তাঁরা দেখেননি। এ ছাড়া ভবনের নিচে লাগানো ক্লোজড সার্কিট ক্যামেরায় দেখা গেছে যে তিনি ভবন থেকে বের হচ্ছেন।
তবে মুক্তিপণের বিষয় সম্পর্কে স্পষ্ট করে কেউ কিছু বলতে পারছেন না বলেও জানান ফরহাদ মজহারের দুই বন্ধু।