ফরহাদ মজহার ‘নিখোঁজের’ বিষয়ে স্ত্রীর জিডি
কবি ও কলামিস্ট ফরহাদ মজহার নিখোঁজ হয়েছে জানিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর স্ত্রী মানবাধিকারকর্মী ফরিদা আখতার। আজ সোমবার বিকেলে রাজধানীর আদাবর থানায় এই জিডি করা হয়।
জিডিতে ফরিদা আখতার লিখেছেন, ‘আমার স্বামী ফরহাদ মুহাম্মাদ মজহারুল হক, পিতা মৃত শফিকুল হক, মাতা : মৃত ফাতেমা খাতুন অদ্য ০৩/০৭/২০১৭ তারিখ ভোর আনুমানিক ৫.০৫ মিনিটে বর্ণিত বর্তমান বাসা হইতে বাসার কাউকে কিছু না বলিয়া কোথায় যেন চলিয়া যায়। পরবর্তীতে বাসায় খোঁজাখুঁজি করিয়া তাহার সন্ধান পাইনি। আমার স্বামী তাঁহার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৮৩৩****৮০ হইতে আমার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭১৫****৯৮ আনুমানিক ৫.২৯ মিনিটে কল করিয়া জানান যে তিনি ভালো নাই। এরপর তাঁর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।’
ফরহাদ মুহাম্মদ মজহারুল হক (৭০), গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, মাথার চুল কাঁচা ও পাকা। পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি ও চেক লুঙ্গি এবং কাঁধে সাদা ওড়না।
বিষয়টি ভবিষ্যতের জন্য অত্র থানায় ডায়েরিভুক্ত করার আবেদন করছি।’
পরে আদাবর থানার দায়িত্বরত কর্মকর্তা জিডিটি গ্রহণ করেন। জিডি নম্বর ১০১/১৭।