ফুলেল শুভেচ্ছায় ঠাকুরগাঁওয়ে এনটিভির বর্ষপূর্তি
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ফুলেল শুভেচ্ছা আর কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো এনটিভির ১৫তম জন্মদিন। দিনটিকে স্মরণীয় করতে আজ সোমবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবে কেক কেটে দিনের কর্মসূচি উদ্বোধন করেন আ. লীগের প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রতিনিধি রমেশ চন্দ্র সেন।
এ সময় জেলা প্রশাসক আব্দুল আওয়াল, ৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল খাদেমুল বাশার, সিভিল সার্জন আবু খায়রুল কবির, উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদ উজ জামান উপস্থিত ছিলেন।
দিনটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা এনটিভির সমৃদ্ধি কামনা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
পরে প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।

লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও