ফরহাদ মজহার ডিবি কার্যালয়ে
কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে রাজধানীর আদাবর থানা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
মাসুদুর বলেন, ফরহাদ মজহার এখন ডিবি কার্যালয়ে আছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে বেলা সাড়ে ১১টার পর ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার এনটিভি অনলাইনকে জানান, এ মুহূর্তে ফরহাদ মজহার ডিবি কার্যালয়ে আছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে যশোরের নোয়াপাড়া থেকে ঢাকার আদাবর থানায় আনা হয় ফরহাদ মজহারকে। সেখান থেকে পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডিবির কার্যালয়ে নেওয়া হয়।
রাজধানীর শ্যামলীর রিং রোডের ১ নম্বর বাসা থেকে গতকাল ভোরে বের হয়ে ‘অপহৃত’ হন ফরহাদ মজহার। এর আধা ঘণ্টা পর তাঁর মুঠোফোন থেকে কল আসে স্ত্রী ফরিদা আখতারের মুঠোফোনে। কথা বলার সময় ফরহাদ মজহার বলেন, ‘আমাকে ধরে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’ এর পর আরো কয়েকবার তাঁর মুঠোফোন থেকে স্ত্রীর মুঠোফোনে কল আসে।
সেই কলের সূত্র ধরে ফোন ট্র্যাক করে প্রথমে ফরহাদ মজহার মানিকগঞ্জে আছেন বলে জানা যায়। পরে দিনভর কোনো খোঁজ না পাওয়ার পর তিনি যশোরের নোয়াপাড়ায় আছেন বলে জানা যায়। সেখান থেকে রাত সাড়ে ১১টার দিকে তাঁকে উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ।