চট্টগ্রামে ফরম পূরণ করে নিতে হচ্ছে ট্রেনের টিকেট
চট্টগ্রামে রেলের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। তবে গত কয়েক বছরের মতো এবারও যাত্রীদের পরিচয় বিবরণী জমা দিয়ে তবেই মিলছে ট্রেনের অগ্রিম টিকেট। রেল কর্তৃপক্ষের মতে, কালোবাজারি রোধ করতেই নেওয়া হয়েছে এ ব্যবস্থা।
আজ বৃহস্পতিবার প্রথম দিনে বিক্রি করা হচ্ছে ১৩ তারিখের অগ্রিম টিকেট। তবে টিকেট বিক্রির প্রথম দিনে তেমন সাড়া মেলেনি যাত্রীদের। ভোর থেকে টিকেট নিতে যাওয়া যাত্রীর সংখ্যা হাতে গোনা।
এদিকে, অগ্রিম ট্রেনের টিকেট কালোবাজারির হাত থেকে রক্ষা করতে গ্রাহক ফরম পূরণ চালু রেখেছে কর্তৃপক্ষ। ঈদে ঘরমুখী যাত্রীদের সেবার পাশাপাশি হয়রানি কমাতে নানা উদ্যোগের কথা জানান রেলওয়ের স্টেশন ম্যানেজার।
স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ‘ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ দেওয়া হচ্ছে ১৩ তারিখের টিকেট। প্রথম দিন যাঁরা এসেছেন, তাঁরা টিকেট পাচ্ছেন। তবে স্টেশনে যাত্রীদের তেমন ভিড় নেই। আমাদের কাছে যথেষ্ট টিকেট আছে।’
এদিকে, টিকেট কালোবাজারি রোধে চট্টগ্রামে প্রতিবারের মতো এবারও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এ বিষয়ে স্টেশন ম্যানেজার বলেন, ‘ফরম পূরণ করে যাত্রীদের টিকেট নিতে হচ্ছে। যাত্রীদের চাহিদা অনুযায়ী তাদের টিকেট দেওয়া হবে। তবে সে ক্ষেত্রে যাত্রীদের তথ্য বিবরণীতে স্পষ্ট ও পর্যাপ্ত তথ্য থাকতে হবে, যা যাচাই-বাছাই করেই তাদের টিকেট দেওয়া হবে।’
এ ছাড়া কাউন্টারের আশপাশে কালোবাজারি ঠেকাতে র্যাব-পুলিশসহ বিভিন্ন সংস্থার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এবার চট্টগ্রাম থেকে ঢাকা, চাঁদপুর, সিলেট, ময়মনসিংহ সড়কে আটটি আন্তনগর ও পাঁচটি মেইল ট্রেন ছাড়াও দুটি স্পেশাল ট্রেন মিলে দৈনিক ১৫ হাজার যাত্রী বহন করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম রেল কর্তৃপক্ষ।