বিএনপির তিন নেতার আগাম জামিন
সরকারবিরোধী আন্দোলনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, তরিকুল ইসলাম ও আবদুল আউয়াল মিন্টুকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জিয়াউল করিম ও বিচারপতি জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
এম কে আনোয়ারকে নয়টি, তরিকুলকে চারটি ও আবদুল আউয়াল মিন্টুকে একটি মামলায় জামিন দেওয়া হয়। বিএনপির নেতাদের পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন ও অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন শুনানিতে অংশগ্রহণ করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল পরাগ হোসেন।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন এনটিভি অনলাইনকে বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এসব মামলা করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে আসামিরা অংশগ্রহণ করেছেন, তারও কোনো প্রমাণ নেই। আসামিরা সাবেক মন্ত্রী ও দেশের সম্মানিত নাগরিক। আদালত আবেদন গ্রহণ করেই তিনজনকে জামিন দিয়েছেন।
অন্যদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পরাগ হোসেন বলেন, বিএনপির তিন নেতাকেই হাইকোর্ট জামিন দিয়েছেন, যা আমরা আদালতে জামিনের বিরোধিতা করেছি। কারণ, আসামি গাড়ি ভাঙচুর ও পেট্রলবোমা হামলার সঙ্গে জড়িত রয়েছে।
তরিকুল ইসলামের মামলার বিবরণে জানা যায়, যশোরের কোতোয়ালি থানায় ১২ ও ২৭ জানুয়ারি বিস্ফোরক আইনে চারটি মামলা করা হয়।
এম কে আনোয়ারের বিরুদ্ধে রাজধানীর পল্টন ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় জানুয়ারি মাসের বিভিন্ন সময় নয়টি মামলা করা হয়। এ ছাড়া আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে জানুয়ারিতে পল্টন থানায় একটি মামলা করা হয়।