কোনো সরকারই তো শেষ সরকার নয় : মওদুদ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/07/14/photo-1500044264.jpg)
জাতীয় প্রেসক্লাবে সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন মওদুদ আহমদ। ছবি : এনটিভি
অপমানজনক বিদায়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নির্বাচন ইস্যুতে সরকার সমঝোতায় আসতে বাধ্য হবে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে এ কথা বলেন মওদুদ। ঢাকায় সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম এই সমাবেশের আয়োজন করে।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘গণতন্ত্রহীন এই শাসনকাল আমাদের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কোনো সরকারই তো শেষ সরকার নয়। একবার তো বিদায় নিতে হবে। বিদায়টা যেন একটু সম্মানের সঙ্গে হয়। কোনো অপমান, লাঞ্ছনা, লজ্জা তারপরে নিগৃহীত অবস্থায় যাতে না হয়। সেদিকে নজর রেখে আমি বিশ্বাস করি আগামী নির্বাচনের জন্য সরকার একটি সমঝোতায় আসতে বাধ্য হবে।’