হাদির বিদেশে চিকিৎসা : অর্ধকোটি টাকায় এয়ারক্রাফট ভাড়া করেছে ইনকিলাব মঞ্চ ও পরিবার
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার প্রস্তুতি রাখা হয়েছে। এরই মধ্যে অর্ধকোটি টাকায় এয়ারক্রাফট ভাড়া করেছে ইনকিলাব মঞ্চ ও হাদির পরিবার।
আজ রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।
আব্দুল্লাহ আল জাবের বলেন, চিকিৎকেরা জানিয়েছেন পরিবার কিংবা রাষ্ট্র চাইলে ওসমান হাদিকে চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে পারে। সরকারিভাবে কোনো পেসেন্টকে বিদেশে পাঠানোর ক্ষেত্রে কিছু প্রসিডিউর রয়েছে। ওসমান হাদির বিদেশে চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের ভাই-বোনেরা ও তার পরিবার ইতোমধ্যে প্রায় অর্ধকোটি টাকা ধার করে এয়ারক্রাফট ভাড়া করেছে। এখনও পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো সহায়তা তারা (ইনকিলাব মঞ্চ ও হাদির পরিবার) গ্রহণ করেনি।
বিস্তারিত দেখুন ভিডিওতে...

এনটিভি অনলাইন ডেস্ক