লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান শামছুল ইসলাম আর নেই
লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি বেশ কিছুদিন ধরে জ্বর ও কিডনিজনিত রোগে ভুগছিলেন।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে রেখে গেছেন।
শামছুল ইসলামের মৃত্যুতে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহ্জাহান কামাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সমবায় ও কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু শোক প্রকাশ করেন।
শামছুল ইসলাম সাবেক সচিব ও জেলা পরিষদের প্রশাসক ছিলেন। জেলা পরিষদের নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।