দেশজুড়ে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস
আজ বিশ্ব জনসংখ্যা দিবস। বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে দেশজুড়ে দিবসটি পালিত হচ্ছে। এসব আয়োজনের লক্ষ্য হলো সাধারণ মানুষকে জনসংখ্যা সম্পর্কে সচেতন করা।
বন্দরনগরী চট্টগ্রামে বিভিন্ন আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। এ উপলক্ষে আজ শনিবার সকালে নগরীর প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এ কর্মসূচির উদ্বোধন করেন। র্যালিতে নারী, শিশু ও দুর্যোগ বিষয়ে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করা হয়। এটি চট্টগ্রাম প্রেসক্লাব থেকে শুরু হয়ে কয়েকটি সড়ক ঘুরে নগরীর সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। বিভাগীয় পরিবার পরিকল্পনা বিভাগসহ কয়েকটি বেসরকারি উন্নয়নসংস্থা (এনজিও) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে।
‘নারী ও শিশু সবার আগে, বিপদে-দুর্যোগে প্রাধান্য পাবে’- এ প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে জেলা প্রশাসক শফিকুল ইসলামের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ র্যালিতে অংশ নেয়। এর আয়োজক ছিল জেলা পরিবার পরিকল্পনা বিভাগ।