পরীক্ষার্থী, পাসের হার, জিপিএ ৫ সবকিছুই কমেছে
চলতি বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা, পাসের হার, জিপিএ ৫ সবকিছুই কমেছে।
আজ রোববার দুপুরে সচিবালয়ের সম্মেলন কক্ষে এইচএসসির ফল ঘোষণার সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী জানান, গত বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মোট সংখ্যা ছিল ১২ লাখ তিন হাজার ৬৪০ জন। এ বছর সেই সংখ্যা ১১ লাখ ৬৩ হাজার ৩৭০। গতবারের চেয়ে পরীক্ষার্থী কমেছে ৪০ হাজার ২৭০ জন।
এ ছাড়া পাস করা শিক্ষার্থীর সংখ্যা গতবার ছিল আট লাখ ৯৯ হাজার ১৫০ জন। এবার পাস করে আট লাখ এক হাজার ৭১১ শিক্ষার্থী। গতবারের চেয়ে এবার ৯৭ হাজার ৪৩৯ জন কম পাস করেছে।
নুরুল ইসলাম নাহিদ জানান, গত বছর পাসের হার ছিল ৭৪.৭০ শতাংশ। এবার পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। পাসের হার গতবারের চেয়ে কমেছে ৫ দশমিক ৭৯ শতাংশ। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫৮ হাজার ২৭৬। এবার সেই সংখ্যা ৩৭ হাজার ৯৬৯। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২০ হাজার ৩০৭ জন।
এ ছাড়া গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮৪৮টি। এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৫৩২টি। গতবারের চেয়ে কমেছে ৩১৬টি। গতবার দুই হাজার ৬২১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এ বছর সেই সংখ্যা ছিল দুই হাজার ৫০৮টি। কেন্দ্রের সংখ্যা কমেছে ১১৩টি।