বান্দরবানে পাহাড়ধস : এখনো খোঁজ মেলেনি চারজনের
অবিরাম বর্ষণে বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ধসে নিখোঁজ চারজনকে এখনো উদ্ধার করা যায়নি। তাঁদের উদ্ধারে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে তৃতীয় দিনের মতো অভিযান শুরু করেছেন সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
বৃষ্টির পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটির সড়ক যোগাযোগ তিন দিন ধরে বন্ধ রয়েছে। চালু হয়নি রুমা উপজেলার সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগও। পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত দাস ঝন্টু এ তথ্য জানিয়েছেন।
বান্দরবান ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার ইকবাল হোসেন বলেন, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা তৃতীয় দিনের মতো মঙ্গলবার সকাল থেকেই নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছেন। কিন্তু ভারি বর্ষণ অব্যাহত থাকায় উদ্ধার তৎপরতা চরমভাবে ব্যাহত হচ্ছে। বৃষ্টিতে পানির সঙ্গে নামছে পাহাড়ধসের মাটি।
গত রোববার পাহাড়ধসে রুমার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের অফিস সহকারী মুন্নি বড়–য়া, কৃষি ব্যাংকের কর্মকর্তা গৌতম নন্দী, ডাক বিভাগের কর্মচারী রবিউল, কার্বারী মং শৈহ্লার বড় মেয়ে উমেচিং মারমা নিখোঁজ হন।
বান্দরবানের মৃত্তিকা সংরক্ষণ কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় এই পরিমাণ ছিল ১২৩ মিলিমিটার।