টাকা ছিনতাই : এসআইসহ দুজন হেফাজতে
রাজধানী যাত্রাবাড়ী থানায় করা টাকা ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামসহ দুজনকে বিভিন্ন মেয়াদে হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) টি এম এ মজিব গ্রেপ্তার দুজনকে হাজির করে ১০ দিন করে হেফাজতে নেওয়ার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন এসআই রফিকুলকে ১০ দিন ও মাইক্রোবাসের চালক লুৎফর রহমানকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শনিবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীতে গার্মেন্টের ঝুট ব্যবসায়ী নাজমুল ইসলাম ব্যাংক থেকে ১৯ লাখ টাকা নিয়ে ফিরছিলেন।
পথে এসআই রফিকুল ও তাঁর সঙ্গে থাকা মাইক্রোবাসের চালক লুৎফর রহমান ব্যবসায়ী নাজমুলের কাছে থেকে ডিবি পরিচয় দিয়ে ১৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে এসআই রফিকুল তাঁর পরিচয়পত্র (আইডি কার্ড) মাইক্রোবাসে রেখেই পালিয়ে যান।
ওই পরিচয়পত্রের সূত্র ধরে ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে এ ঘটনায় ব্যবসায়ী নাজমুল ইসলাম যাত্রাবাড়ী থানায় টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে মামলা করেন।

নিজস্ব সংবাদদাতা