রামপাল বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ চলবে : জ্বালানি উপদেষ্টা
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, ইউনেসকোর সভায় সরকারের বৈজ্ঞানিক প্রতিবেদন গৃহীত হওয়ায় রামপাল বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ অব্যাহত থাকবে
আজ সোমবার বিদ্যুৎ ভবনে রামপাল বিদ্যুৎকেন্দ্র বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪১তম সভার সুপারিশ অনুসারে ওই জায়গায় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে।
তৌফিক বলেন, ওই অঞ্চলে ‘কৌশলগত পরিবেশ সমীক্ষা’ (এসইএ) সম্পন্ন হওয়ার আগে কোনো ধরনের বৃহদাকার অবকাঠামো নির্মাণ করা উচিত হবে না বলে ইউনেসকো স্পষ্ট করেছে।
সরকার দেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে রামপালে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে।
ড. তৌফিক বলেন, ‘আমরা দুই বছরের মধ্যে এসইএ সম্পন্ন করব, পাশাপাশি এসইএর একটি অগ্রগতি প্রতিবেদন ২০১৮ সাল নাগাদ তৈরি করা হবে। পরিবেশগত সমীক্ষার ওপর ভিত্তি করে আমরা প্রশমনের পদক্ষেপ নেব।’
জ্বালানি উপদেষ্টা বলেন, বিশ্ব ঐতিহ্য তথা সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের ব্যাপারে সরকার সচেতন রয়েছে।
তৌফিক-ই-ইলাহী আরো বলেন, ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪১তম সভায় পর্যবেক্ষক হিসেবে সরকার সাফল্যের সঙ্গে বৈজ্ঞানিক ও যুক্তিসম্মত প্রতিবেদন জমা দিয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমেদ কায়কাউস, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ এবং পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন উপস্থিত ছিলেন।