মুহিতের পর ইসমাঈল ৫ দিনের হেফাজতে
সিলেট শহরতলির কুমারগাঁওয়ে শিশু শেখ সামিউল আলম রাজনকে (১৩) পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ইসমাঈল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ইসমাঈল হোসেনের হেফাজত মঞ্জুর করেন সিলেট মহানগর হাকিমের আদালত-২-এর বিচারক ফারহানা ইয়াসমিন। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলমগীর হোসেন তাঁকে সাত দিন হেফাজতে নেওয়ার আবেদন করলে আদালত পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন।
এর আগে গতকাল সোমবার হত্যার প্রধান আসামি মুহিত আলমের পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন বিচারক।
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা এলাকার লামাকাজি মীরেরগাঁও থেকে সোমবার ভোরে ইসমাঈল হোসেন আবলুছকে গ্রেপ্তার করা হয়। ইসমাঈল শিশু রাজন হত্যার প্রধান আসামি মুহিত আলমের আত্মীয়।
এদিকে মামলার অন্যতম আসামি কামরুলকে সৌদি আরবের জেদ্দায় আটক করা হয়েছে। তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে পলাতক আসামিদের ধরতে ও মামলার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পুলিশের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মুহাম্মদ রহমত উল্লাহকে প্রধান করে চার সদস্যের ওই কমিটি গঠন করা হয়েছে।