শাহ আমানতে দুর্ঘটনার ৩ ঘণ্টা পর বিমান ওঠানামা শুরু

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্বাভাবিক হওয়ার পর রাত ৯টা থেকে বিমান ওঠানামা শুরু হয়েছে। এর আগে আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে বিমানবন্দরে নৌবাহিনীর একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার পর থেকে ওই বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ছিল। নৌবাহিনীর ওই বিমানটির নাম ‘ড্রউন ২১৪’। দুই বছর ধরে নৌবাহিনী বিমানটি ব্যবহার করছে।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির জানান, বিমানটি অবতরণের সময় এর চাকা রানওয়ে থেকে ছিটকে পড়ে। ওই চাকা পড়ে যায় রানওয়ের পাশে পানিতে। বিকেল ৫টা ৪৭ মিনিট থেকে বিমানবন্দরে অন্য সব বিমানের ওঠানামা বন্ধ হয়ে যায়।
শাহ আমানত বিমানবন্দরের যোগাযোগ কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ বাবলু এনটিভি অনলাইনকে জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বিমানটি রানওয়ে থেকে সরিয়ে নেওয়ার পর রাত ৯টায় রানওয়ে স্বাভাবিক হয়। এরপর বিমান ওঠানামা শুরু হয়।