শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন বিমান বাহিনী প্রধান
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন। আজ রোববার (২৮ জুলাই) তিনি বিমানবন্দরে ‘ইন এইড টু সিভিল পাওয়ারে’ কর্মরত বিমান বাহিনীর সদস্যদের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।
সংস্থাটি বলছে, দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে সহায়তার জন্য দেশের অন্যান্য বিমানবন্দরের মতো শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ‘কুইক রিয়্যাকশন ফোর্স’র সদস্যরা সব সময় কর্মরত রয়েছেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সার্বিক নির্দেশনায় প্রতিটি সদস্য দেশের যেকোনো ধরণের পরিস্থিতি মোকাবিলায় এবং দেশমাতৃকার সেবা করতে প্রস্তুত রয়েছেন। এ ছাড়া বিমান বাহিনীর সদস্যরা চট্টগ্রামে অবস্থিত রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, ইস্টার্ন রিফাইনারি, বিভিন্ন ফুয়েল ডিপো (পদ্মা অয়েল, মেঘনা অয়েল) ইত্যাদি স্থাপনার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নিয়মিত টহল এবং নিরাপত্তা সহায়তা করছেন।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন), বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক, চেয়ারম্যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান সদরের পরিচালকবৃন্দ এবং ঘাঁটির কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।