তারানা পেলেন ডাক, বিএসসি প্রবাসী কল্যাণ

শপথ নেওয়ার পর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান পেয়েছেন একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব।
এ ছাড়া পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসিকে প্রবাসী কল্যাণ ও বৈদিশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সংসদ সদস্য তারানা হালিম। বিরূপ মন্তব্যের জের ধরে গত বছরের ১২ অক্টোবর মন্ত্রিসভা থেকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে এ মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী ছিলেন না।
লালমনিরহাটের সংসদ সদস্য নূরুজ্জামান আহমেদকে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয়ে আগে থেকেই পূর্ণ মন্ত্রী হিসেবে রয়েছেন কামরুল ইসলাম।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রিসভার এই পাঁচ সদস্যকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। এর পরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি হয়।
এ রদবদলের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়াল ৫৩ জনে।