পিরোজপুরে এক সেতু ভেঙে আট পথে চলাচল বন্ধ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় একটি সেতু ভেঙে যাওয়ায় ওই এলাকায় আটটি পথে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ শনিবার ভোররাত ৩টার দিকে দুটি পাথরবোঝাই ট্রাক পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে উপজেলার মাদারশী সেতুতে উঠলে তা ভেঙে পড়ে। ঘটনার পর পরই ট্রাক ফেলে চালক ও তাঁর সহকারী পালিয়ে যায়।
মাদারশী বাজারের নাইট গার্ড আলম হাওলাদার গণমাধ্যমকে জানান, আজ ভোররাত ৩টার দিকে দুটি পাথরবোঝাই ট্রাক একসঙ্গে সেতুর উপর উঠলে তা বিকট শব্দে ভেঙে যায়।
নাইটগার্ড আলম হাওলাদার এসে চালক ও সহকারীদের দৌড়ে যেতে দেখেন। এ সময় তিনি ট্রাকে কেউ আটকা পড়েছেন কি না তা দেখতে তল্লাশি চালান। সেখানে কেউ আটকে ছিল না। পরে নাইটগার্ড পুলিশকে সংবাদ দেন। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের পটুয়াখালীর উপসহকারী প্রকৌশলী মো. ফখরুল ইসলাম সকালে এনটিভি অনলাইনকে বলেন, ২০০ মিটার লম্বা সেতুটি জাপানি প্রযুক্তিতে তৈরি। এর মালামাল আমাদের দেশে পাওয়া কঠিন। তার পরও চেষ্টা করা হচ্ছে। সেতুটি পুনরায় চালু হতে সময় লাগবে।