মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৭
রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ সাতজন দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ রোববার (২৪ নভেম্বর) ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আজ রোববার দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এ তথ্য জানান।
দগ্ধরা হলো- মো. খলিল (৪০), রুমা আক্তার (৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (৪), শাহজাহান (৩৪) ও স্বপ্না (২৫)।
শাওন বিন রহমান বলেন, মিরপুর থেকে আসা দগ্ধ সাতজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে বেশি দগ্ধ হয়েছেন খলিল। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া আব্দুল্লাহর ৩৮ শতাংশ এবং শিশু মোহাম্মদের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। এই তিনজনের অবস্থা গুরুতর।