আমাকে মিসগাইড করবেন না : প্রবাসীকল্যাণমন্ত্রী
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, ‘আমাকে আপনারা ভুল পথে পরিচালনা (মিসগাইড) করবেন না। যাঁর যাঁর নিজ দায়িত্ব পালন করবেন। একে অপরের বিরুদ্ধে আমার কাছে নালিশ করবেন না। সকাল ৯টায় অফিসে উপস্থিতি নিশ্চিত করবেন।’
প্রবাসীকল্যাণমন্ত্রী আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় ইস্কাটনে মন্ত্রণালয়ে যোগদান করেন। কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় তিনি এসব কথা বলেন।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে নুরুল ইসলাম বিএসসি আরো বলেন, ‘আমি প্রতিদিন সকাল ৯টায় হাজিরা খাতা দেখব। সকাল ৯টায় এসে দায়িত্ব পালন করে বিকেল ৫টায় চলে যাবেন, তাতে আমার কোনো আপত্তি থাকবে না। জীবনের ঝুঁকি নিয়ে কেন শ্রমিক নৌকাযোগে বিদেশে পাড়ি দিচ্ছে, তা আমি খতিয়ে দেখব। বহির্বিশ্বে শ্রমবাজার বৃদ্ধির জন্য চেষ্টা করব। মহিলা শ্রমিকদের যেসব সমস্যা রয়েছে, সেগুলো আমি বের করে সমাধানের চেষ্টা করব।’ তিনি আরো বলেন, ‘এখন আমি ব্যবসায়ী, আগে সচিব ছিলাম। কাজেই আমি সবকিছু বুঝি। কেউ আমাকে ভুল বোঝাতে পারবেন না এবং চেষ্টাও করবেন না।’