শিমুলিয়ায় ৩০ শতাংশ কম গাড়ি উঠছে ফেরিতে
ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে নামে ঈদে ঘরমুখো মানুষের ঢল। যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাসে করে লোকজন আসতে থাকে শিমুলিয়া ফেরিঘাটে। সেখানে হাজার হাজার যাত্রীকে নিয়ে ফেরি পারপারের অপেক্ষায় আছে ৯ শতাধিক ছোট-বড় গাড়ি। পরিস্থিতি সামলাতে না পেরে ৩০ শতাংশ গাড়িকে পারাপার করছে না ফেরিগুলো।
এ বিষয়ে জানতে চাইলে শিমুলিয়া ঘাটের সার্জেন্ট কামরুল বেগ জানান, গাড়ির চাপ রয়েছে। সারিবদ্ধভাবে পারাপার হচ্ছে। তবে ফেরিতে উঠতে একটু অপেক্ষা করতে হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, ১৮টি ফেরি দিয়ে গাড়ি পারাপার হচ্ছে। প্রায় ৯ শতাধিক গাড়ী পারাপারের অপেক্ষায় আছে। অতিরিক্ত যাত্রী বহনের জন্য প্রায় সব ফেরিতে ৩০ শতাংশ কম গাড়ি উঠানো হচ্ছে। তবে দ্রুতই গাড়ির এই দীর্ঘ লাইন কমে আসবে।