বগুড়ায় কমছে না পানি, বাড়ছে দুর্ভোগ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/08/16/photo-1502898941.jpg)
বগুড়ায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। আজ বুধবার যমুনা নদীর পানি ১২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে সারিয়াকান্দি উপজেলার ছয়টি ইউনিয়ন কুতুবপুর, কামালপুর, চন্দনবাইশা, কর্ণিবাড়ি, বোহাইল ও সারিয়াকান্দি এলাকা প্লাবিত হয়েছে। এ ছাড়াও ধুনট উপজেলার দুইটি ইউনিয়ন ভান্ডারবাড়ী ও গোসাইবাড়ী এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। সোনাতলা উপজেলার তিনটি ইউনিয়ন মধুপুর, তেকানি চুকাইনগর ও পাকুল্লা এখন বন্যা কবলিত এলাকা। ওই তিন উপজেলায় পাঁচ হাজার ৬০০ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে আছে।
জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন, ১১টি ইউনিয়নের ২০ হাজার পরিবারের ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
সারিয়াকান্দি উপজেলায় চন্দনবাইশা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে পাঁচ হাজারের বেশি পরিবার। এখানে বিশুদ্ধ খাবার পানি ও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে গবাদি পশুর খাবারের তীব্র সংকট দেখা দেওয়ায় অনেকেই বিপাকে পড়েছেন। পানিবাহিত রোগেও আক্রান্ত হচ্ছে অনেক মানুষ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এখন পর্যন্ত কেবল সারিয়াকান্দি উপজেলায় ৫০ টন চাল ও এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।