হবিগঞ্জে কারাগারে মেয়রের ওপর হামলা
হবিগঞ্জ কারাগারে বন্দী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাময়িক বরখাস্ত হওয়া পৌরসভার মেয়র জি কে গউছের ওপর হামলা চালানো হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে কারাগারের ভেতরে ঈদের জামাত শেষ করার পর এক আসামি তাঁকে রড দিয়ে আঘাত করে। এ ঘটনার প্রতিবাদে জেলায় কাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
জি কে গউছ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় কারাগারে বন্দী আছেন। বিকেলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে হামলার খবর শুনে গউছের স্বজন এবং দলীয় নেতা-কর্মীরা কারাগারে ছুটে যান। জি কে গউছের সঙ্গে কারাগারে সাক্ষাতের পর জেলা বিএনপির কোষাধ্যক্ষ হাজি এনামুল হক জানান, হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের সুজন হত্যা মামলার আসামি ইলিয়াছ মিয়া সকালে জি কে গউছকে একটি লোহার রড দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর শরীর রক্তাক্ত হয়।
হবিগঞ্জ জেলা কারাগারের কারাধ্যক্ষ শামীম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকাল ৯টার দিকে কারাগারের ভেতরে ঈদের জামাত শেষে বের হওয়ার পর পরই এক আসামি তাঁকে আঘাত করে। এতে তাঁর শরীর থেকে রক্ত বের হতে থাকলে চিকিৎসার জন্য চিকিৎসক আনা হয়। তাঁকে প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হবে।
অন্যদিকে, জি কে গউছের মালিকানাধীন স্থানীয় দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কোহিনুর জানান, হামলায় মেয়র জি কে গউছ আহত হলেও তাঁর চিকিৎসায় কারা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তাঁকে দুই ঘণ্টা ধরে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় বলে তিনি অভিযোগ করেন।
এ ঘটনার প্রতিবাদে আজ সকাল ১০টা থেকে কারাগারের সামনের সড়কে অবরোধ সৃষ্টি করে বিএনপির নেতা-কর্মীরা এবং আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা জেলায় হরতালের ডাক দেয়। জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।