কারাগারেও নিরাপদ নয় মানুষ : বিএনপি
কারাগারে বন্দি অবস্থায় হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জি কে গউছের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। আজ শনিবার এক বিবৃতিতে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ ঘটনাকে ‘নির্মম ও পৈশাচিক’ বলে উল্লেখ করেন।
আজ সকাল ৯টার দিকে কারাগারের ভেতরে ঈদের জামাত শেষ করার পর এক আসামি জি কে গউছকে রড দিয়ে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত হন। বিকেলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার প্রতিবাদে জেলায় কাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় কারাগারে বন্দি আছেন এ বিএনপি নেতা।
বিবৃতিতে বিএনপির মুখপাত্র বলেন, ‘বর্তমানে দেশের মানুষ ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। এমনকি কারাগারের অভ্যন্তরে নিরাপদবলয়ের মধ্যেও মানুষের জীবন নিরাপদ নয়। ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে সরকারের বিবেচনা করা উচিত। ভিন্নমতাবলম্বী কারাবন্দিরা যদি কারাভ্যন্তরে নির্মমতার শিকার হন, সে ক্ষেত্রে সরকার কি কোনোভাবে তার দায় এড়াতে পারে?’
আসাদুজ্জামান রিপন অবিলম্বে এ হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন এবং প্রকৃত দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।