স্বৈরাচারও জনগণকে এত কঠিন শিকার করেনি : আমীর খসরু
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক স্বৈরাচারী সরকারও বর্তমান আওয়ামী লীগ সরকারের মতো জনগণকে এত কঠিন শিকারে পরিণত করেনি।
অপরদিকে সব দল নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান।
আজ রোববার দুপুরে চট্টগ্রামে পৃথক ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব মন্তব্য করেন বিএনপির দুই কেন্দ্রীয় নেতা।
নগরীর মেহেদীবাগ এলাকায় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ ও কাজীর দেউড়ির একটি কমিউনিট সেন্টারে আবদুল্লাহ আল নোমান এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এ ছাড়া চকবাজারের একটি সেন্টারে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। পৃথকভাবে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের জন্য আপ্যায়নেরও ব্যবস্থা করা হয়। পরে দেশের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আবদুল্লাহ আল নোমান বলেন, সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকার ইতিবাচক প্রক্রিয়া শুরু করলে বিএনপি তাতে সম্মতি দেবে। এ ছাড়া ঈদ আনন্দ উদযাপন করতে বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের করা হাজার হাজার মিথ্যা মামলা প্রধানমন্ত্রীর এক ঘোষণায় প্রত্যাহারের দাবি জানান তিনি।
এ ছাড়া হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখে ঈদ আনন্দ করা যায় না বলে দাবি করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।