পূর্ণাঙ্গ রায়ে ৪৬ বছরের কর্ম-অপকর্ম উঠে এসেছে
বিশ্বের কোনো দেশেই সরকার এবং বিচার বিভাগ মুখোমুখি সংঘর্ষে যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতির উদ্দেশে যেসব বক্তব্য দেওয়া হয়েছে সেগুলোকে অশালীন বলেও মন্তব্য করেন তিনি।
আজ মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন জেএসডির এই নেতা।
আ স ম আবদুর রব বলেন, ‘পৃথিবীর কোনো দেশে বিচার বিভাগের সাথে সরকার কোনো সময় মুখোমুখি সংঘর্ষে যায় না। প্রধান বিচারপতি সম্পর্কে এমন ধরনের বক্তব্য দেওয়া হয়েছে যেটা অত্যন্ত অশালীন, অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত।’
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় সম্পর্কে জেএসডি সভাপতি বলেন, ‘পর্যবেক্ষণ হলো অবজারভেশন, অ্যানালাইসিস। গত ৪৬ বছরে দেশ স্বাধীন হওয়ার পরে কী কী অপকর্ম কর্ম এ দেশে হয়েছে, সেই কথাগুলোই পর্যবেক্ষণে এসেছে। যে কোনো ডাক্তারের কাছে গেলে যদি ভালো ডাক্তার হয় তাহলে কেস স্টাডি না করে রোগীকে ওষুধ দেয় না। এইটা হলো কেস স্টাডি। মানে প্রধান বিচারপতি এবং বিচারপতিরা গত ৪৬ বছরে দেশ স্বাধীন হওয়ার পরে যে আকাঙ্ক্ষা নিয়ে জনগণ দেশের মালিক হবে, গণতন্ত্র থাকবে, মুক্তিযদ্ধের চেতনা কার্যকরী করা হবে, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক একটা দেশ হবে, দেশের মানুষ সবাই খেতে পারবে, কথা বলতে পারবে, আইনের শাসন দেশে থাকবে। একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকবে। এইটা ছিল কি না গত ৪৬ বছরে, এইটার ওপর হলো অবজারভেশন, অ্যানালাইসিসটা দিয়েছেন।’
দেশের বর্তমান পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এই নেতা বলেন, দীর্ঘদিন রাজনৈতিক দলগুলো কাজ করতে পারছে না, সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, বাকস্বাধীনতা নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই। এ অবস্থা উত্তরণ না হলে, সবার অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন কমিশন ও সরকার গ্রহণযোগ্য একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে না পারলে- কি হবে তা বলা মুশকিল বলেও মন্তব্য করেন তিনি।
সন্ত্রাস, চাঁদাবাজ, স্বৈরাচার, ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ মোক্ষম শক্তি বলে মন্তব্য করেন আবদুর রব। তিনি বলেন, ‘জনগণকে নিয়ে যেদিন আমরা মাঠে নামব সেদিন স্বৈরাচার পালানোর সময় পাবে না।’
‘তৃতীয় রাজনৈতিক শক্তি’ নামে একটি জোট গঠনের চেষ্টা করছেন বলে জানান জেএসডি নেতা। তিনি বলেন, ‘মানুষ এখন তৃতীয় রাজনৈতিক শক্তি দেখতে চায়। আমরা চাচ্ছি মানুষের মনের আকাঙ্ক্ষা পূরণ করে আরেকটি রাজনৈতিক শক্তির উদ্ভব করতে।’
এ সময় আবদুর রব গত মৌসুমের রবিশস্য, চলতি আউশ ও আমন মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিগত ঋণের সুদ মওকুফ ও কৃষকদের শর্তহীন ঋণ দেওয়ার দাবি জানান। সেই সঙ্গে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেএসডির কেন্দ্রীয় সহসভাপতি তানিয়া রব, জেলা সভাপতি মনছুরুল হক, সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন ও প্রচার সম্পাদক জাকির হোসেন নান্টু প্রমুখ।