গণমাধ্যম সংস্কারে সাংবাদিকদের সঙ্গে বরিশালে মতবিনিময় কমিশনের
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম—এই তিনটি বিষয়ে মতামত প্রকাশের সময় এসেছে। সেক্ষেত্রে সাংবাদিকদের মতামত বা সুপারিশ এখন অনেক জরুরি। এখান থেকে উঠে আসা সুপারিশমালা সরকারের কাছে তুলে ধরবে গণমাধ্যম সংস্কার কমিশন।
আজ সোমবার (১৩ জানুয়ারি) নগরীর বান্দ রোডে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল বিভাগের প্রিন্ট এবং ইলেকক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান এ কথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা গণমাধ্যম সংস্কার কমিশনের কাছে পেশাগত অঙ্গীকার এবং গণমাধ্যমের মান উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, প্রেস কাউন্সিল ও প্রেস ইনস্টিটিউকে বিকেন্দ্রীকরণসহ শক্তিশালী করার ওপর মতামত দেন। পাশাপাশি সব গণমাধ্যমে ওয়েজ বোর্ড বাস্তবায়নসহ প্রচার সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপন বণ্টন এবং এ ক্ষেত্রে প্রচার সংখ্যা নির্ণয়ে ডিএফপির অনিয়ম-দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও সুপারিশ করেন তাঁরা।
মতবিনিময় সভায় বিভাগের ৬ জেলার সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন সংবাদপত্রের প্রকাশক ও সম্পাদকরাও তাঁদের মতামত ব্যক্ত করেন।