ছিটমহলের যৌথ জরিপ প্রতিবেদন পেশ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/20/photo-1437412391.jpg)
বিনিময় চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা ১৬২ ছিটমহলের যৌথ জরিপ প্রতিবেদন পেশ করেছে দুই দেশের জরিপ দল।
আজ সোমবার লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতের চ্যাংরাবান্ধায় ব্লক ডেভেলপমেন্ট কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ বৈঠকে এ জরিপ প্রতিবেদন পেশ করা হয়। বেলা ৩টায় শুরু হওয়া বৈঠকটি চলে রাত পৌনে ৯টা পর্যন্ত।
বৈঠক থেকে ফিরে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে লালমনিরহাটের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, বাংলাদেশের ভেতরে থাকা ১১১টি ছিটমহলের ৭৭৯ জন বাসিন্দা ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করে সে দেশে যেতে নিবন্ধিত হয়েছেন। এঁদের মধ্যে ১৬৩ জন মুসলমান সম্প্রদায়ের। অন্যদিকে ভারতের ভেতরে থাকা থাকা ৫১টি ছিটমহল থেকে একজনও বাংলাদেশে ফিরবেন না।
জেলা প্রশাসক হাবিবুর রহমান আরো জানান, আগামী ১ আগস্ট থেকে ৩ নভেম্বরের মধ্যে লালমনিরহাটের বুড়িমারী, কুড়িগ্রামের সোনাহাট, পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতীয় নাগরিকত্ব গ্রহণকারীরা নিজ দেশে ফিরতে পারবেন।
বৈঠকে জেলা প্রশাসকের সঙ্গে আরো ছিলেন পরিসংখ্যন ব্যুরোর কর্মকর্তা যতন কুমার সাহা, মোয়াজ্জেম হোসেন, এ এস এম আহসান কবীর ও তাইহিদুল ইসলাম ।
অন্যদিকে ভারতীয় ছয় সদস্যের দলের নেতৃত্ব দেন কোচবিহার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চিরঞ্জিত ঘোষ।
যৌথ বৈঠকে পেশ করা রিপোর্ট নিয়ে আগামী ২৩ জুলাই ঢাকায় যৌথ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।