চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ অভিযান চলছে
চট্টগ্রাম নগরীর বিভিন্ন পাহাড়ের আশপাশ থেকে ঝুঁকির্পূণ বসতি উচ্ছেদ অভিযান চলছে। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বায়েজিদ এলাকার আমিন কলোনির টাংকি পাহাড়ের আশপাশ থেকে অর্ধশত ঝুঁকির্পূণ বসতি উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে চালানো এ উচ্ছেদ অভিযান পুরো বর্ষায় অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
গত শনিবার রাতে নগরীর লালখান বাজার ও বায়েজিদ এলাকার আমিন কলোনিতে পাহাড় ও দেয়াল ধসে শিশু ও নারীসহ ছয়জন নিহত হয়। এ ঘটনার পর প্রথমে আমিন জুট মিল এলাকা থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ের আশপাশের এলাকায় বসবাসকারীদের উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন।
গত দুই দিনে নগরীর কয়েকটি পাহাড় থেকে প্রায় দেড়শ পরিবারকে উচ্ছেদ করা হয়। সেইসঙ্গে কয়েকটি এলাকায় স্থাপন করা হয়েছে অস্থায়ী পুনর্বাসন কেন্দ্র।
জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান সিদ্দিক জানান, প্রশাসনের তৈরি করা অস্থায়ী ক্যাম্পের সুযোগ-সুবিধা নিলেও লোকজনের মধ্যে ক্যাম্পে থাকার ব্যাপারে আগ্রহ নেই। ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস না করতে সবার মধ্যে জনসচেতনতা বাড়াতে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
পাহাড় ব্যবস্থাপনা কমিটির তথ্যমতে, চট্টগ্রাম নগরীতে ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে ২৪টি। আর এখানে বসবাস করছে ৬৬৬টি পরিবার। এ পর্যন্ত ২৫০টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় কমিটি।