ধর্ষণের দায়ে গাইবান্ধায় তিনজনের যাবজ্জীবন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/22/photo-1437577046.jpg)
তরুণীকে ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি আদালত তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। আজ বুধবার বিকেলে বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এই রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হচ্ছেন সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই গ্রামের স্বপন, জিন্নু ও হেলাল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মহিবুল হক সরকার মোহন মামলার বরাত দিয়ে জানান, ২০১৩ সালের ২৩ এপ্রিল বিকেলে পূর্ব কোমরনই নিজ বাড়ি থেকে ওই তরুণী এক আত্মীয়র বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। এ সময় পূর্ব কোমরনই বাঁধের ওপর আসামিরা তরুণীকে একা পেয়ে পাশের একটি শ্যালো মেশিন ঘরে নিয়ে ধর্ষণ করে।
আজ আদালত এ মামলায় তিনজনকে যাবজ্জীবনের দণ্ডাদেশ দেন এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় সোহেল মিয়াকে খালাস দেন।
মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন নিরঞ্জন ঘোষ।